রবিবার রাত ১০ঃ৩০ মিনিটে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ডের দুই রেড জায়েন্ট লিভারপুল ও ম্যানইউ।গত সাক্ষাতে ম্যান ইউকে ৩-০ বিধ্বস্ত করে লিভারপুল।
মোহাম্মদ সালাহ ম্যানইউএর সাথে থাকেন উড়ন্ত ফর্মে ।গত বছর সেপ্টেম্বর এর ১ তারিখে ১ গোল ও একটি অ্যাসিস্ট এর মাধ্যমে নিজের জাতের পরিচয় দেন। ৫/০১/২৫ তারিখ আবারও মুখমখী হতে যাচ্ছে ইংল্যান্ডের বড় এই ২ ক্লাব ।গত ২ ম্যাচে ৩-০ ও ২-০ হারের পর ম্যান ইউ ১৪ নম্বরে অবস্থান করতেসে ।তাই লিভারপুল এর সাথে ম্যাচটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ।
অপরদিকে লিভারপুল এখন পর্যন্ত এই সিজনের সেরা দল ।সবাইকে বিধস্ত করে তারা বসে আছে প্রিমিয়ার লিগের ১ নাম্বার পজিশনে ।কালকের ম্যাচে জয় পেলে তারা প্রিমিয়ার লিগের টাইটেলের কাছে আরও একধাপ এগিয়ে যাবে ।এখন পর্যন্ত মাত্র ১ ম্যাচে পরাজয় তাদের ।
তাহলে 2nd দেখায় কে করবে বাজিমাত ।লিভারপুল তাদের এনফিল্ড এর গৌরব ধরে রাখতে পারবে নাকি তাদের ফিল্ডে গিয়ে ম্যানইউ তাদের পতাকা লাগিয়ে আসবে ।