নিউজিল্যান্ডের ব্যাটার মার্টিন গাপটিল বুধবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসর নিশ্চিত করেছেন। এর মাধ্যমে তার ১৩ বছরের ক্যারিয়ার (২০০৯-২০২২) শেষ হলো।
৩৮ বছর বয়সী এই ব্যাটার নিউজিল্যান্ডের হয়ে ৩৬৭টি ম্যাচ (১৯৮ ওডিআই, ১২২ টি২০আই এবং ৪৭ টেস্ট) খেলেছেন। তিনি নিউজিল্যান্ডের হয়ে টি২০ ফরম্যাটে সর্বোচ্চ রান 7সংগ্রাহক হিসেবে ৩৫৩১ রান করেছেন এবং ওডিআইতে ৭৩৪৬ রান নিয়ে দেশটির তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করেছেন। তার আগে রয়েছেন রস টেলর এবং স্টিফেন ফ্লেমিং।
গাপটিল আন্তর্জাতিক ক্রিকেটে ২৩টি সেঞ্চুরি করেছেন (৩ টেস্ট, ১৮ ওডিআই, ২ টি২০আই)। তিনি নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সেপ্টেম্বর ২০২২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওডিআই ম্যাচে।
গাপটিল তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ওডিআই ফরম্যাটে এবং ডেবিউ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অকল্যান্ডে অপরাজিত ১২২ রান করে সেঞ্চুরি করেন। তিনি ২০১৫ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, যেখানে নিউজিল্যান্ড ফাইনালে উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। সেই টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটনে গাপটিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ ২৩৭ রান করেন।