
নতুন কোচ কিন্তু সেই একই ম্যানচেস্টার ইউনাইটেড
Share This Article
নতুন কোচ আমিরন এর সাথে নতুন করে স্বপ্ন দেখা শুরু ম্যানইউ এর ফ্যানদের।গত ম্যাচে ৪ গোলে জয় পেলেও পরের ম্যাচ নটিংহ্যাম ফরেস্ট এর সাথে ২-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডের এই জায়ান্ট ক্লাবকে।
২ মিনিটে নটিংহাম ১ গোলে এগিয়ে থাকলেও ১৮ মিনিটে ম্যানইউএর ডেনিশ স্ট্রাইকার হয়ল্যান্ড গোলকিপারের ফিরানো বল জালে বেড়ান এবং ম্যানইউনাইটেডকে সমতায় ফেরায়।তারপর ৪৭ ও ৫৪ মিনিটে নটিংহামের ২ গোলে স্কোর ১-৩ হয়।তারপর ৬১ মিনিটে ব্রুনো ফার্নানদেসের বক্সের বাইরে থেকে জোরালো গোলে ফলাফল ২-৩এ দাড়ায়।
ম্যানইউ অনেক সুযোগ পেলেও ফলাফল একই থাকে।ম্যানইউএর ভালো ডিফেন্স লাইন থাকেলও মিডে ভালো বল কন্ট্রোল না থাকায় তাদের ডিফেন্স লাইন ব্রেক হয়ে যাইতেছে যার কারণে অপোনেন্ট স্পেস পেয়ে যাইতেছে যার জন্য তাদের ফলাফল বের হইতেছে না।
আবারও কি অধারাবাহিকতাতেই ভোগবে ম্যানইউ?