৬ ডিসেম্বর ২০২৪ ই ক্লাব ওয়ার্ল্ড কাপের ড্রয়ের এবং ট্রফি ওন্মোচন এর মাধ্যমে নতুন নিয়মে ক্লাব ওয়ার্ল্ড সাজালো ফিফা।আগে যেমন ৬-৭ টা ম্যাচের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হতো এখন আর আগের সেই ধরনে হবে না ফিফার অব্যন্তরীণ এই প্রতিযোগিতাটি।এখন ৩২ টা দল বিজয়ী হওয়ার টাইটেলের জন্য লড়াই করবে।যেখানে প্রিমিয়ার লীগ থেকে ২ টি,স্পেন থেকে ২ টি,ব্রাজিল থেকে ৪ টি,আর্জেন্টিনা থেকে ২ টি এবং অন্যান্য দেশের মোট ৩২ টি দল অংশগ্রহণ করবে।ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানি ১০০মিলিয়ন USD যা যথাক্রমে ফুটবল ওয়ার্ল্ড কাপ(৪২ মিলিয়ন) এবং চ্যাম্পিয়নস লীগ(৯০ মিলিয়ন) থেকেও বেশী।
দল বিভাজন-
ড্র এর মাধমে ৩২ টা দলকে ৮ টা গ্রুপে ভাগ করা হয়েছে।যেখানে মেজর একটি নিয়ম ছিলো একই দেশের ক্লাব তার নিজের দেশের ক্লাব এর সাথে একই গ্রুপে থাকতে পারবে না।