
ফিফ সেরা একাদশে জায়গা হলো কাদের?নেই মেসি?
Share This Article
আজকে ফিফা তাদের বহুল প্রতিক্ষিত ফিফা একদশ প্রকাশ করে যেখানে স্ট্রাইকার পজিশনে জায়গা পেয়েছে নরওয়ের আরলিং হল্যান্ড,লেফট উইঙ্গারে ব্রাজিলের ভিনি,রাইট উইঙ্গারে কিলিয়ান এমবাপ্পে।মিডফিল্ডে যথাক্রমে বেলজিয়ামের ডি ব্রুয়েন,স্পেনের রড্রি,জার্মানির ক্রস,ইংল্যান্ডের বেলিংহাম।ডিফেন্সে জায়গা পেয়েছে স্পেনের কারবাহাল,জার্মানির রুডিগার এবং নেদারল্যান্ডের বেন ডিজ্ক(ডাইগ)।গোলকিপার পজিশনে জায়গা পেয়েছে ব্রাজিলের এডারসন।২০০৬ এর পর থেকে এই প্রথম বার মেসি এই বিশ্ব সেরা একাদশে জায়গা পাননি।তবে কী আসলেই মেসি-রোনালদোর যুগের সমাপ্তি এইখানেই?