
আমার নাম (মিচকা) বিলাই , আর এটা আমার গল্প।
আমি বিলাই, এই বাড়ির একমাত্র রাজা। যদিও সবাই আমাকে একটা সাধারণ বিড়াল ভাবে, কিন্তু আমি জানি, আমি আসলে এ বাড়ির সবথেকে বড় আর সেরা সদস্য।আমার অনেক nicknames আছে যেমন: আরে সর, হুস, দূরে যা আরও কত কি।

আমার দিন শুরু হয় সকালে, যখন রান্নাঘর থেকে মাছ ভাজার গন্ধ আসে। আমি চুপেচাপে গিয়ে রান্নাঘরের দরজার পাশে বসি। মুখে একটা অত্যন্ত নিরীহ ভাব এনে একটু মিয়াও মিয়াও করি। এতে বেডি বুঝে যায়, “আহারে, বেচারা ক্ষুধার্ত।” আর আমিও তখন এক টুকরো মাছ হাতে পেয়ে যাই তাই ভাবছেন না আসলে তারা হলে তারিয়ে দেয় নাহলে যদি কপাল আর একটু বেশি ভাল থাকে তাহলে মাছের কাটা জুটে । আহা, জীবন!।

● বাড়ির ছোট ছেলেটা, অর্ঘ , আমার সাথে খেলতে আসে। ওর খেলাগুলো সব একরকম: আমার লেজটা ধরে টানাটানি করা,আমাকে তার হাতে কিছু থাকলে তা দিয়ে খোচা দেয়া । আমি তার উপর বিরক্ত হয়ে যখন পাল্টা আঁচড় দিই, তখন সবাই আমাকেই বকা দেয়! সবাই বলে “বিলাইটা এমন বদমেজাজি আর খারাপ কেন?” আমি যদি মানুষ হতাম, তাহলে বুঝা যাইত, তাও বিড়াল হয়েই বুঝেছি—মানুষ জাতি সবসময় নিজেদের নিরীহ প্রমাণ করতে চায়।
একদিন বাড়ির বড় কাকু আমার উপর বকা দিয়েছিল, কারণ আমি তার জুতোয় মজা করে শুয়ে ছিলাম। সেদিন রাতে আমি ঠিক করলাম, জুতোতে একটু ছোট (উপহার মানে গ***) রেখে আসব। পরের দিন সকালে বাড়ির সবাই হাসতেছিল আর গন্ধে পুরো বাড়ি ভরে গিয়েছিল। আমিও চুপচাপ মুখে জানালার ধারে বসে ছিলাম।ন সবাই আমাকেই বকা দেয়! সবাই বলে “বিলাইটা এমন বদমেজাজি আর খারাপ কেন?” আমি যদি মানুষ হতাম, তাহলে বুঝা যাইত, তাও বিড়াল হয়েই বুঝেছি—মানুষ জাতি সবসময় নিজেদের নিরীহ প্রমাণ করতে চায়।

আমার জীবনে আরেকটি মজার প্রতিবেশী হলো পাশের বাড়ির (Tiger) কুকুর। সে সবসময় আমাকে দেখে দৌড়াতে শুরু করে, আর আমি তার নাকে এক থাবা মেরে গাছে উঠে যাই। ওর মুখ দেখে যা মজা পাই, সেটা বলার করার মতো না।
যাই হোক, এ বাড়ি আমার রাজত্ব। এই বাড়ির মানুষ ভাবে তারা আমাকে পালে , কিন্তু আসলে আমিই আমার মনের মতো চলতাছি। এইভাবেই কাটছে আমার মজার, মিশ্র জীবন—আমি, মিচকা(বিলাই)।
(মিয়াও, আজকের জন্য এইটুকু ই পরে আরও বলবো আমার সম্পর্কে )
1 Comment
Taim
Nice story 👏