গত ২০ ডিসেম্বর উনি মাদকানান্দ অভিনীত মারকো মুক্তি পায় থিয়েটার এ। যদিও প্রথম সপ্তাহের আয় বছরের শেষ ফ্লপ দেওয়ার লক্ষণ দেখাচ্ছিল, যা পুরপুরি উলটে যায় হিন্দি ডাব আসার পর। ৩০ কোটি টাকায় নির্মিত মুভি, ৫ তারিখ ১০০ কোটির মার্ক অতিক্রম করে এবং ব্লকবাস্টারের তকমা অর্জন করে।
মানুষ MARCO কে পছন্দ করতে থাকে।মার্কোর হাইপ এখন সারা ইন্ডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। উনি মাদকানন্দএর MUSCULAR লুক মার্কোর কারেক্টারকে আরও করে ফুটিয়ে তোলে।
বাঁশফড়িং মুভি :
cast:৯.৫/১০
মূলত মুভির success এর প্রধান কারণ হলো প্রত্যেক ক্যারেক্টারের জন্য পারফেক্ট cast ঠিক রাখা।
Plot:৭/১০
মুভিটি এককাহিনি দিয়ে শুরু হলেও ending হতে হতে ভিতরে বিভিন্ন ক্যারেক্টার add,ক্যারেক্টার introduction সব ছিলো মোটামুটি।
storytelling:৫/১০
মুভির সবচেয়ে দুর্বল পার্ট ছিলো এটার স্টোরি ।স্ট্রং কোনো কাহিনী থাকলে মুভির success টা kgf,pushpa লেভেলে চলে যেতো।