জীবনতত্ত্ব
-খালিদ বিন মাসুদ থাক না কিছু কথা আড়ালে। নিরোবে বয়ে যাক স্রোতশিনী, কলকল শব্দ কি জরুরি? বাঁধ ভাঙে যে বন্যা, নিরবে করে আগমন, বিদায়ের বেলাতেও থাকে নিশ্চুপ চলন। মাঝে যে তান্ডব চলে, তাতে কি করে গর্জন? চর ভড়ে, বাঁধ ভাঙে, ভূমি ধ্বস হলে, সরব, হৈচৈ, রাত-দিন জুড়ে সব মানুষের ভিড়! তবু…
